শ্যামলী স্কয়ার শপিং মল

24200 reviews

shopping Mall, Shyamoli Square, Dhaka 1207, Bangladesh

About

শ্যামলী স্কয়ার শপিং মল is a Shopping mall located at shopping Mall, Shyamoli Square, Dhaka 1207, Bangladesh. It has received 24200 reviews with an average rating of 4.0 stars.

Photos

Hours

Monday10AM-8PM
TuesdayClosed
Wednesday10AM-8PM
Thursday10AM-8PM
Friday10AM-8PM
Saturday10AM-8PM
Sunday10AM-8PM

F.A.Q

Frequently Asked Questions

  • The address of শ্যামলী স্কয়ার শপিং মল: shopping Mall, Shyamoli Square, Dhaka 1207, Bangladesh

  • শ্যামলী স্কয়ার শপিং মল has 4.0 stars from 24200 reviews

  • Shopping mall

  • "সাপ্তাহিক বন্ধের দিনঃ বৃহস্পতিবার মার্কেট খোলার সময়ঃ সকাল ১০ টা। ২০০৭ সালে শ্যামলী সিনেমা হল ভবনটি ভেঙে ফেলা হয়। ২০১৪ সালে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে একই স্থানে আবারও মাথা তুলে দাঁড়ায়, ভবনের নাম দেয়া হয় শ্যামলী স্কয়ার। ক্রমেই ভবনের অন্যান্য তলায় গড়ে ওঠে জামা-কাপড়ের দোকান, সেলুন, পার্লার, টেইলার্স, গয়নার দোকান, মোবাইলের দোকান ইত্যাদি। আর ভবনের ষষ্ঠ তলায় চালু হয় ফুডকোর্ট। যেহেতু মার্কেটটি নতুন, তাই ক্রেতা প্রায় নেই বললেই চলে। তবে ছয় তলার ফুডকোর্টের ক্ষেত্রে তা উল্টো। ছোট বড় মিলিয়ে প্রায় ২০টি খাবারের দোকান রয়েছে ছয় তলায়। অন্যান্য শপিংমলের ফুডকোর্টের মতো এখানেও ক্রেতাদের বসার জন্য প্রতিটি দোকানের সামনে চেয়ার-টেবিল বসানো হয়েছে। তবে যে দোকানে খাবার অর্ডার করা হবে সেই দোকানের সামনেই বসতে হবে এমন নিয়ম বেঁধে দেওয়া আছে কিছু দোকানের ক্ষেত্রে। তাই বসার আগে কর্মীদের কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়াই ভালো। ব্যক্তিগত বসার জায়গা আছে অনেকগুলো দোকানের। ক্যাফে থ্রিসিক্সটি: ১৭০ টাকা থেকে ২শ’ টাকায় তিনটি সেট মেন্যু রয়েছে এখানে। এছাড়াও আছে ১১ ধরনের বার্গার। এদের মধ্যে সবচাইতে জনপ্রিয় পেরি পেরি বার্গার (১২০টাকা), নাগা বার্গার (১৫০ টাকা) ও সাব-স্যান্ডউইচ (১৪০-১৬০ টাকা)। ওয়াইফাই আছে। ফুড ক্ল্যান: ১শ’ টাকা থেকে ২৩০ টাকার মধ্যে মোট ৯টি সেট মেন্যু মিলবে এখানে। তবে বিশেষ আকর্ষণ হতে পারে কাপল সেট মেন্যু, যাতে মাত্র ১৯০ টাকার মেলে দুজনের খাবার। এছাড়াও আছে বিরিয়ানি, ছোলা বাটরা, সাব-স্যান্ডউইচ, বার্গার, চিকেন ললিপপ, সুপ ইত্যাদি। নিজস্ব বসার ব্যবস্থা আছে ৫০ জনের। ওয়াইফাই আছে। ক্যাফে লাসানি: ১৮০ টাকা থেকে ২শ’ টাকার মধ্যে পাঁচটি সেট মেন্যু মিলবে। জনপ্রিয়তায় তালিকায় সেট মেন্যুর পরই জায়গা করে নিয়েছে অ্যারাবিয়ান শর্মা (১২০ টাকা), শর্মা রোল (১৫০ টাকা), ওভেন বেইকড পাস্তা (২২০ টাকা) এবং পিৎজা (৩২০-৪৫০ টাকা)। রেলিশ ফুডশ: ১শ’ টাকা থেকে ২২০ টাকায় মিলবে ছয় ধরনের সেট মেন্যু। তবে গতবাঁধা খাবারের বাইরে কিছু ব্যতিক্রমী খাবার মিলবে এখানে। হাবিবুল মিজানের মতে, “আমাদের বিশেষ পরিবেশনা ১৬ পরতের পরোটা যাতে ব্যবহার করা হয় হাঁড়িমরিচ অথবা পুদিনা পাতা, দাম ১৪৫ টাকা। মূল মেন্যুর বাইরে ক্রেতাদের অর্ডারের ভিত্তিতে রুপচাঁদা ফ্রাই দিচ্ছি আমরা ২৭৫ টাকায়। মুরগির মাংসের স্টেক মিলবে ২১৫-২৫৫ টাকায়। ওয়াইফাই আছে। ডি’কফি পলিটিকস: মূল উদ্দেশ্য কফি ও মোমো। কফি তৈরিতে কফি গ্লোরি’র বিন ব্যবহার করা হয়, ধরন ভেদে দাম ৮০ টাকা থেকে ২শ’ টাকা। আর ১৬০ টাকায় দিচ্ছি ৮টি মোমো। এছাড়াও আছে ১০ ধরনের বার্গার, দাম ১৪০-১৮০ টাকা।” মেহেরজান: সেট মেন্যু আছে মোট ১০টি, দাম ১৭৫ থেকে ৩৬৫ টাকার মধ্যে। ওয়াইফাই আছে। এছাড়াও আছে ব্যাকস্ট্রিট ক্যাফে, ডোমেস্টিকাস, মেক্সিকান স্পাইস, ক্যাফে ফার্ট লাভ, ক্রেইজি ডাইন, ফুড ফোলিক ইত্যাদি খাবারের দোকান। সম্ভবত এই শপিংমলের ফুডকোর্টের সবচাইতে ভালো দিক হল, দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে দোকানদাররা বিরক্তিকরভাবে আপনাকে নিয়ে টানা-হেঁচড়া করবে না। তবে তা কতদিন বহাল থাকবে তা বলা মুশকিল। সকাল ১০টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।"

    "ঢাকার একটি অন্যতম জনপ্রিয় শপিংমল শ্যামলী স্কয়ার। এটি ঢাকার শ্যামলী এলাকায় অবশিষ্ট। তবে কেনাকাটার জন্য খুবই ভালো। প্রত্যেকদিন অসংখ্য ক্রেতা শপিং করার জন্য এখানে আসেন। শ্যামলী স্কয়ার সপ্তাহের একদিন বন্ধ থাকে এবং প্রত্যেক  বৃহস্পতিবার শপিং মল বন্ধ থাকে। ★★ পুরোনো শ্যামলী সিনেমা হলটি ভেঙে নতুন করে চালু করা হয় ২০১৪ সালে। চালুর পর থেকেই পরিবেশ, ডিজিটাল পর্দা, টিকিটের মূল্য—সব মিলিয়ে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে হলটি। রাজধানীর সিনেমা হলগুলোর পরিবেশের কারণে যাঁরা পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখা বাদ দিয়েছেন, তাঁরা একবার ঘুরে আসতে পারেন শ্যামলী সিনেমা হলে। কর্মব্যস্ত শ্যামলী বাসস্ট্যান্ড এলাকার পাশেই শ্যামলী সিনেমা হল। হলের মূল ফটক দিয়ে ঢুকতেই কোলাহলমুক্ত এক ভিন্ন জগৎ। কাচঘেরা দেয়াল, ঝকঝকে টাইলসের তৈরি বেশ খোলামেলা লবি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই টিকিট কাউন্টার। কাউন্টারের পাশেই সময় কাটানোর জন্য আছে ক্যাফে। শ্যামলী সিনেমা হলটি ১৯৭৬ সালের ২৬ মার্চ চালু হয়েছিল। প্রথম প্রদর্শিত সিনেমা ছিল জাল থেকে জ্বালা। ২০০৭ সালে পুরোনো ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। মার্কেট কমপ্লেক্সটির এক অংশে ২০১৪ সালের ১৪ এপ্রিল নতুন রূপে চালু হয় শ্যামলী সিনেমা হল। শীতাতপনিয়ন্ত্রিত এই হলে রয়েছে ৩০৬টি আসন। নিচতলায় ২১৪টি ডিলাক্স আসন। এগুলোর টিকিট মূল্য ১৫০ টাকা। আর দোতলার ৯২টি প্রিমিয়ার আসনের টিকিট মূল্য ২৫০ টাকা। প্রতিদিন দুপুর ১২টা, বেলা ২টা ৪০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট আর রাত ৮টায় চারটি প্রদর্শনী শুরু হয়।"

    "দীর্ঘদিন ঢাকাতে বসবাস করলেও এই শ্যামোলি স্কোয়ারে কখনো ঢোকা হয়নি। সেই দিনই প্রথম গেলাম, ভালো লেগেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো-গোছানো, অনেক আইটেমের দোকান রয়েছে। এখানে আমি গিয়েছিলাম মোবাইল কিনতে। পুরাতন মোবাইলের একটি ভালো বড় বাজার রয়েছে এই মার্কেটে। যখন কলেজে পড়তাম, তখন এটি মার্কেট ছিলনা, এটি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং অনেক বড় একটি সিনেমাহল, নাম ছিল শ্যামলী সিনেমা হল। বিভিন্ন দিক থেকে আসা সংযোগ সড়কগুলো এই জায়গার ও এই মার্কেটের ব্যবসা-বাণিজ্য কে চাঙ্গা করেছে। আরেকটি ভালো লাগার দিক হচ্ছে এই মার্কেটে কার পার্কিং এর ব্যবস্থা অনেক সুন্দর অনেক বড় ও প্রশস্ত ছিল। বর্তমানকালে এই মার্কেটে ঢোকার জন্য মাক্স পড়া আবশ্যক এবং স্যানিটাইজার নিতে হয়।"

    "এম এ গাফফার ১৯৭৬ সালের ২৬ মার্চ শ্যামলী সিনেমা হল চালু করেন। এর আসন সংখ্যা ছিল ১৩০০।২০০৭ সালে শ্যামলী সিনেমা হলের পুরোনো ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। ফলে ঐ বছরের ৩১ আগস্ট শ্যামলী সিনেমা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১৪ সালের ১৪ এপ্রিল শ্যামলী স্কয়ার কমপ্লেক্সের এক অংশে নতুন রূপে শ্যামলী সিনেমা হল চালু হয়।সিনেমা হলটিতে আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয় এবং আসন সংখ্যা কমিয়ে ৩০৬টিতে নিয়ে আসা হয়।এখানে রয়েছে ফুড কোর্ট ও বিভিন্ন দোকানপাট।"

    "শ্যামলী স্কোয়ার শপিং মল রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলীতে মিরপুর রোডে অবস্থিত একটি জনপ্রিয় মাল্টিপারপাস শপিং মল। এখানে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, নারী-পুরুষ-শিশুদের যাবতীয় পোশাক, গিফট আইটেম, জুতো, কসমেটিকস, জুয়েলারিস ইত্যাদি পাওয়া যায়। এছাড়া এখানে ভোজনরসিকদের জন্য একটি ফুড কোর্ট ও সিনেমাপ্রেমীদের জন্য একটি সিনেমা হল রয়েছে। শপিং মলটিতে ওঠা-নামার জন্য লিফট ও এস্কেলেটর রয়েছে। সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার পুরোদিন ও শুক্রবার অর্ধেক দিন বন্ধ।"

Reviews

  • Shariful Siraji

সাপ্তাহিক বন্ধের দিনঃ বৃহস্পতিবার মার্কেট খোলার সময়ঃ সকাল ১০ টা। ২০০৭ সালে শ্যামলী সিনেমা হল ভবনটি ভেঙে ফেলা হয়। ২০১৪ সালে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে একই স্থানে আবারও মাথা তুলে দাঁড়ায়, ভবনের নাম দেয়া হয় শ্যামলী স্কয়ার। ক্রমেই ভবনের অন্যান্য তলায় গড়ে ওঠে জামা-কাপড়ের দোকান, সেলুন, পার্লার, টেইলার্স, গয়নার দোকান, মোবাইলের দোকান ইত্যাদি। আর ভবনের ষষ্ঠ তলায় চালু হয় ফুডকোর্ট। যেহেতু মার্কেটটি নতুন, তাই ক্রেতা প্রায় নেই বললেই চলে। তবে ছয় তলার ফুডকোর্টের ক্ষেত্রে তা উল্টো। ছোট বড় মিলিয়ে প্রায় ২০টি খাবারের দোকান রয়েছে ছয় তলায়। অন্যান্য শপিংমলের ফুডকোর্টের মতো এখানেও ক্রেতাদের বসার জন্য প্রতিটি দোকানের সামনে চেয়ার-টেবিল বসানো হয়েছে। তবে যে দোকানে খাবার অর্ডার করা হবে সেই দোকানের সামনেই বসতে হবে এমন নিয়ম বেঁধে দেওয়া আছে কিছু দোকানের ক্ষেত্রে। তাই বসার আগে কর্মীদের কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়াই ভালো। ব্যক্তিগত বসার জায়গা আছে অনেকগুলো দোকানের। ক্যাফে থ্রিসিক্সটি: ১৭০ টাকা থেকে ২শ’ টাকায় তিনটি সেট মেন্যু রয়েছে এখানে। এছাড়াও আছে ১১ ধরনের বার্গার। এদের মধ্যে সবচাইতে জনপ্রিয় পেরি পেরি বার্গার (১২০টাকা), নাগা বার্গার (১৫০ টাকা) ও সাব-স্যান্ডউইচ (১৪০-১৬০ টাকা)। ওয়াইফাই আছে। ফুড ক্ল্যান: ১শ’ টাকা থেকে ২৩০ টাকার মধ্যে মোট ৯টি সেট মেন্যু মিলবে এখানে। তবে বিশেষ আকর্ষণ হতে পারে কাপল সেট মেন্যু, যাতে মাত্র ১৯০ টাকার মেলে দুজনের খাবার। এছাড়াও আছে বিরিয়ানি, ছোলা বাটরা, সাব-স্যান্ডউইচ, বার্গার, চিকেন ললিপপ, সুপ ইত্যাদি। নিজস্ব বসার ব্যবস্থা আছে ৫০ জনের। ওয়াইফাই আছে। ক্যাফে লাসানি: ১৮০ টাকা থেকে ২শ’ টাকার মধ্যে পাঁচটি সেট মেন্যু মিলবে। জনপ্রিয়তায় তালিকায় সেট মেন্যুর পরই জায়গা করে নিয়েছে অ্যারাবিয়ান শর্মা (১২০ টাকা), শর্মা রোল (১৫০ টাকা), ওভেন বেইকড পাস্তা (২২০ টাকা) এবং পিৎজা (৩২০-৪৫০ টাকা)। রেলিশ ফুডশ: ১শ’ টাকা থেকে ২২০ টাকায় মিলবে ছয় ধরনের সেট মেন্যু। তবে গতবাঁধা খাবারের বাইরে কিছু ব্যতিক্রমী খাবার মিলবে এখানে। হাবিবুল মিজানের মতে, “আমাদের বিশেষ পরিবেশনা ১৬ পরতের পরোটা যাতে ব্যবহার করা হয় হাঁড়িমরিচ অথবা পুদিনা পাতা, দাম ১৪৫ টাকা। মূল মেন্যুর বাইরে ক্রেতাদের অর্ডারের ভিত্তিতে রুপচাঁদা ফ্রাই দিচ্ছি আমরা ২৭৫ টাকায়। মুরগির মাংসের স্টেক মিলবে ২১৫-২৫৫ টাকায়। ওয়াইফাই আছে। ডি’কফি পলিটিকস: মূল উদ্দেশ্য কফি ও মোমো। কফি তৈরিতে কফি গ্লোরি’র বিন ব্যবহার করা হয়, ধরন ভেদে দাম ৮০ টাকা থেকে ২শ’ টাকা। আর ১৬০ টাকায় দিচ্ছি ৮টি মোমো। এছাড়াও আছে ১০ ধরনের বার্গার, দাম ১৪০-১৮০ টাকা।” মেহেরজান: সেট মেন্যু আছে মোট ১০টি, দাম ১৭৫ থেকে ৩৬৫ টাকার মধ্যে। ওয়াইফাই আছে। এছাড়াও আছে ব্যাকস্ট্রিট ক্যাফে, ডোমেস্টিকাস, মেক্সিকান স্পাইস, ক্যাফে ফার্ট লাভ, ক্রেইজি ডাইন, ফুড ফোলিক ইত্যাদি খাবারের দোকান। সম্ভবত এই শপিংমলের ফুডকোর্টের সবচাইতে ভালো দিক হল, দোকানের সামনে দিয়ে হেঁটে গেলে দোকানদাররা বিরক্তিকরভাবে আপনাকে নিয়ে টানা-হেঁচড়া করবে না। তবে তা কতদিন বহাল থাকবে তা বলা মুশকিল। সকাল ১০টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।

  • JUBAIR Al MAHMUD

ঢাকার একটি অন্যতম জনপ্রিয় শপিংমল শ্যামলী স্কয়ার। এটি ঢাকার শ্যামলী এলাকায় অবশিষ্ট। তবে কেনাকাটার জন্য খুবই ভালো। প্রত্যেকদিন অসংখ্য ক্রেতা শপিং করার জন্য এখানে আসেন। শ্যামলী স্কয়ার সপ্তাহের একদিন বন্ধ থাকে এবং প্রত্যেক  বৃহস্পতিবার শপিং মল বন্ধ থাকে। ★★ পুরোনো শ্যামলী সিনেমা হলটি ভেঙে নতুন করে চালু করা হয় ২০১৪ সালে। চালুর পর থেকেই পরিবেশ, ডিজিটাল পর্দা, টিকিটের মূল্য—সব মিলিয়ে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে হলটি। রাজধানীর সিনেমা হলগুলোর পরিবেশের কারণে যাঁরা পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখা বাদ দিয়েছেন, তাঁরা একবার ঘুরে আসতে পারেন শ্যামলী সিনেমা হলে। কর্মব্যস্ত শ্যামলী বাসস্ট্যান্ড এলাকার পাশেই শ্যামলী সিনেমা হল। হলের মূল ফটক দিয়ে ঢুকতেই কোলাহলমুক্ত এক ভিন্ন জগৎ। কাচঘেরা দেয়াল, ঝকঝকে টাইলসের তৈরি বেশ খোলামেলা লবি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই টিকিট কাউন্টার। কাউন্টারের পাশেই সময় কাটানোর জন্য আছে ক্যাফে। শ্যামলী সিনেমা হলটি ১৯৭৬ সালের ২৬ মার্চ চালু হয়েছিল। প্রথম প্রদর্শিত সিনেমা ছিল জাল থেকে জ্বালা। ২০০৭ সালে পুরোনো ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। মার্কেট কমপ্লেক্সটির এক অংশে ২০১৪ সালের ১৪ এপ্রিল নতুন রূপে চালু হয় শ্যামলী সিনেমা হল। শীতাতপনিয়ন্ত্রিত এই হলে রয়েছে ৩০৬টি আসন। নিচতলায় ২১৪টি ডিলাক্স আসন। এগুলোর টিকিট মূল্য ১৫০ টাকা। আর দোতলার ৯২টি প্রিমিয়ার আসনের টিকিট মূল্য ২৫০ টাকা। প্রতিদিন দুপুর ১২টা, বেলা ২টা ৪০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট আর রাত ৮টায় চারটি প্রদর্শনী শুরু হয়।

  • Engr. Amir Ibrahim

দীর্ঘদিন ঢাকাতে বসবাস করলেও এই শ্যামোলি স্কোয়ারে কখনো ঢোকা হয়নি। সেই দিনই প্রথম গেলাম, ভালো লেগেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো-গোছানো, অনেক আইটেমের দোকান রয়েছে। এখানে আমি গিয়েছিলাম মোবাইল কিনতে। পুরাতন মোবাইলের একটি ভালো বড় বাজার রয়েছে এই মার্কেটে। যখন কলেজে পড়তাম, তখন এটি মার্কেট ছিলনা, এটি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং অনেক বড় একটি সিনেমাহল, নাম ছিল শ্যামলী সিনেমা হল। বিভিন্ন দিক থেকে আসা সংযোগ সড়কগুলো এই জায়গার ও এই মার্কেটের ব্যবসা-বাণিজ্য কে চাঙ্গা করেছে। আরেকটি ভালো লাগার দিক হচ্ছে এই মার্কেটে কার পার্কিং এর ব্যবস্থা অনেক সুন্দর অনেক বড় ও প্রশস্ত ছিল। বর্তমানকালে এই মার্কেটে ঢোকার জন্য মাক্স পড়া আবশ্যক এবং স্যানিটাইজার নিতে হয়।

  • Fazlul Hoque Bhuiyan

এম এ গাফফার ১৯৭৬ সালের ২৬ মার্চ শ্যামলী সিনেমা হল চালু করেন। এর আসন সংখ্যা ছিল ১৩০০।২০০৭ সালে শ্যামলী সিনেমা হলের পুরোনো ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। ফলে ঐ বছরের ৩১ আগস্ট শ্যামলী সিনেমা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১৪ সালের ১৪ এপ্রিল শ্যামলী স্কয়ার কমপ্লেক্সের এক অংশে নতুন রূপে শ্যামলী সিনেমা হল চালু হয়।সিনেমা হলটিতে আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয় এবং আসন সংখ্যা কমিয়ে ৩০৬টিতে নিয়ে আসা হয়।এখানে রয়েছে ফুড কোর্ট ও বিভিন্ন দোকানপাট।

  • Mrinal Kanti Roy

শ্যামলী স্কোয়ার শপিং মল রাজধানীর মোহাম্মদপুর থানার শ্যামলীতে মিরপুর রোডে অবস্থিত একটি জনপ্রিয় মাল্টিপারপাস শপিং মল। এখানে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, নারী-পুরুষ-শিশুদের যাবতীয় পোশাক, গিফট আইটেম, জুতো, কসমেটিকস, জুয়েলারিস ইত্যাদি পাওয়া যায়। এছাড়া এখানে ভোজনরসিকদের জন্য একটি ফুড কোর্ট ও সিনেমাপ্রেমীদের জন্য একটি সিনেমা হল রয়েছে। শপিং মলটিতে ওঠা-নামার জন্য লিফট ও এস্কেলেটর রয়েছে। সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার পুরোদিন ও শুক্রবার অর্ধেক দিন বন্ধ।

  • Nixon Kibria

ঢাকার মিরপুর রোডে পূর্বে শ্যামলী সিনেমা হলের বিল্ডিং এর নতুন ভবনে গড়ে উঠেছে শ্যামলী স্কয়ার সুপার মার্কেট। তবে জায়গা অনুযায়ী মার্কেটে এখনো জমে ওঠেনি।এ মার্কেটের দোকানগুলো তেমন জমজমাট নয় তাছাড়া পণ্যের সরবরাহ কম।আমি অনেকবার যাতায়াত করেছি এই মার্কেটে কিন্তু চাহিদা অনুযায়ী পণ্য পাওয়া যায়নি। অনেক দোকান এখনো স্পেস ভাড়া হয়নি, দোকানের আলোকসজ্জাও কম। তাই সার্বিক বিবেচনায় মার্কেট tk. আমি তৃতীয় স্তরে মান দিতে চাই।

  • Imtiaj Imtu

শ্যামলী স্কয়ার বাংলাদেশের শ্যামলীতে অবস্থিত। ইহা প্রথমে একটি সিনেমা হল ছিল। কিন্তু পরবর্তীকালে যাকে একটি সম্পূর্ণ শপিং সেন্টারে পরিবর্তন করা। হয় বর্তমানে স্বপ্পিং স্কোয়ারে অনেক মানুষের ভিড় দেখা যায়। মানুষ মূলত শ্যামলী স্কয়ার ফুড কোর্ট কে অনেক বেশি পছন্দ করেন এবং সকলের সময় পেলে চলে যান খাবার খাওয়ার জন্য। শেখার দোকানগুলো পরিবেশন খুবই ভালো।শ্যামলী সিনেমা হল বাংলাদেশের ডিজিটাল সিনেমা হল গুলোর মধ্যে একটি।

  • Faysal Ahammed Hemal

মার্কেট এখনো জমে নাই পুরো পুরি তবে মোবাইলের ফ্লোর টা একটু সরগরম থাকে। এখানে প্রায় সব দোকানেই দরদাম করার সুযোগ কম মনে হয়েছে। আর কিছু দোকানের সেলসম্যান বিক্রয়কর্মী দের চুপচাপ মর্মাহত করবে আপনাকে তাদের সাথে কয়েকবার চেষ্টার পর হয়ত কথা বলতে পারবেন। নিজেরা মোবাইল টেপায় ব্যাস্ত থাকে। ফুড কোর্ট এর পরিবেশ খুবই টাইনি। তবে ফুদ পেইজ গুলুতে দাম আর কোয়ালিটি নিয়ে রিভিউ মনে হয় বেশি ভালো না। তবে দেখে শুনে খেতে বসাই ভালো।

  • Adnan Sahil

২০০৭ সালে শ্যামলী সিনেমা হল ভবনটি ভেঙে ফেলা হয়। ২০১৪ সালে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে একই স্থানে আবারও মাথা তুলে দাঁড়ায়, ভবনের নাম দেয়া হয় শ্যামলী স্কয়ার। ক্রমেই ভবনের অন্যান্য তলায় গড়ে ওঠে জামা-কাপড়ের দোকান, সেলুন, পার্লার, টেইলার্স, গয়নার দোকান, মোবাইলের দোকান ইত্যাদি। আর ভবনের ষষ্ঠ তলায় চালু হয় ফুডকোর্ট। যেহেতু মার্কেটটি নতুন, তাই ক্রেতা প্রায় নেই বললেই চলে। তবে ছয় তলার ফুডকোর্টের ক্ষেত্রে তা উল্টো।

  • santonu saha

শ্যামলি স্কোয়ার শপিং কমপ্লেক্স শ্যামলি বাস স্টপের পাশেই অবস্থিত। শপিং কমপ্লেক্সটি তুলনামূলক ছোট, তবে এই শপিং কমপ্লেক্সের নিচ তলায় শ্যামলি হল রয়েছে। শপিং কমপ্লেক্সটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শপ। এখানে রয়েছে লিফট এবং চলন্ত সিঁড়িতে চড়ার ব্যবস্থা। শপিং কমপ্লেক্সটি বেজমেন্টে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা। শপিং কমপ্লেক্সটি নিরাপত্তার ব্যবস্থায় রয়েছে একাধিক সিকিউরিটি গার্ড।

  • Moin Uddin

এটি ভোজন রসিদের অন্যতম পছন্দের একটি জায়গা।এখানে এক ছাদের নিচে হরেক রকম খাবার পাবেন।একেক দোকানের খাবারের একেক স্বাদ।খাবারের মানও ভালো।অনেকগুলো দোকান হওয়ায় কম টাকায় ভালো খাবার দেয়ার জন্য তারা কম্পিটিশন করে।প্রায় সবসময়ই বিশেষ কোন আইটেম -এ ছাড় থাকে।সমস্যা বলতে গেলে একটাই- অনেক দোকান হওয়ায় ভীড়টা একটু বেশিই।কিন্তু খাবারের মান দিয়ে এতটুকু সমস্যা পুষিয়ে যায়।

  • Abdul Zalil

শ্যামলী স্কয়ার শপিং মল। এটি একটি অত্যাধুনিক, মনোরম ও সুন্দর পরিবেশ বিশিষ্ট মার্কেট। এখানে একটি আধুনিক সাউন্ড সিস্টেম বিশিষ্ট সিনেমা হল আছে। আরো আছে জামা কাপড়ের মার্কেট, জুতার মার্কেট, চশমার দোকান, ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল মার্কেট। এখানে ভালো ভালো ব্র্যান্ডের পণ্য বিদ্যমান। এখানে প্রতি তলায় 1 তলা থেকে আরেক তলায় ওঠানামার জন্য আছে এস্কেলেটর।

  • মোঃ আরমান আলী

শ্যামলীর মত ব্যস্ত মোড়ে একটি শপিং মল। মোটামুটি সব ধরনের জিনিস পত্র পাওয়া যায়। খাবারের হোটেলও আছে। শপিং মলের ডিজাইন যেরকম পুরনো, দোকানদারের আচার-আচরণও পুরনো। A shopping mall at a busy intersection like Shyamli. Almost all types of goods are available. There are also food hotels. As shopping mall design is old, shopkeeper behavior is also old.

  • Ashraful Alam

এখানে অবস্থিত সিনেপ্লেক্সে, ফুড কোর্ট, শপিং সাইড সব মিলায়ে খুবই ভালো। মোটকথা, শপিং এর জন্য ভালো একটা জায়গা। আমার কাছে এখানকার খাবার গুলো খুব ভালো লেগেছে। তবে অনেকের কাছে এখানকার প্রোডাক্টের মান নিয়ে কথা শোনা যায়, অনেকেই বলে এখানকার প্রোডাক্ট এর মান নিয়ে একটু সমস্যা আছে। তবে খুব একটা খারাপ না।

  • Asif Mahmud

This is poor man's Boshundhora city. The food court on the top floor serves decent enough food and other shops sell products at a reasonable rate.. Good deals can be found here if searched enough. গরীবের বসুন্ধরা সিটি বলা যায়। ছয় তলার ফডকোর্ট এর মান মোটামুটি, খুঁজলে কম দামে ভালো জিনিশ কেনা সম্ভব।

  • Al Amin

রাতের ঢাকা সত্যিই কি ফাকা? ঢাকা সত্যিই একটা বৈচিত্রময় শহর। মধ্য রাতের ঢাকা কোথাও ফাকা, কোথাও আবার মহাব্যস্ত, কোথাও আবার যত রাত ততো ব্যবসা।সত্যিই আমরা বৈচিত্রময় ঢাকায় বসবাস করি। তবে আর যাই হোক, রিকশায় করে মধ্যরাতের ঢাকা দেখা এবং শ্যামলী স্কয়ারের সামনে আড্ডায় চায় চুমুক কিন্তু অসাধারন।

  • Shawon Touhid

পূর্বের শ্যামলী হল যা এখন শ্যামলী স্কয়ার নামে নতুন রুপে অত্যাধুনিক শপিং মল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে আপনি একই কমপ্লেক্সে সবরকম ক্লথ, মোবাইল, কসমেটিক্স, ইলেকট্রনিকস ইত্যাদি শপিং করতে পারবেন। এছাড়াও রেস্তোরাঁয় খাবার কিংবা বিনোদনের জন্য হলে সিনেমাও দেখতে পারবেন।

  • Monirul Islam

সিনেপ্লেক্সে, ফুড কোর্ট, শপিং সাইড সব মিলায়ে খুবই ভালো। মোটকথা, শপিং জন্য ভালো একটা জায়গা। আমার কাছে এখানকার খাবার গুলো খুব ভালো লেগেছে। তবে অনেকের কাছে এখানকার প্রোডাক্টের মান নিয়ে কথা শোনা যায়, অনেকেই বলে এখানকার প্রোডাক্ট এর মান নিয়ে একটু সমস্যা আছে।

  • Asaduzzaman Ripon

শ্যামলী স্কয়ার শপিংমল পূর্বের শ্যামলী সিনামা হল ভেংগে আধুনিক শপিং মল করা হয়েছে। শ্যামলী বাস স্টান্ডেই এর অবস্থান। পোষাক, ইলেকট্রনিকস গেজেট, খাবার, কসমেটিক সহ বিভিন্ন ধরনের শো-রুম ও রেস্টুরেন্ট আছে এখানে। এবং কি এখানে সিনেমা দেখার ও সু-ব্যবস্থা বিদ্যমান।

  • Sabbir Ahammed

শ্যামলী এলাকার সবথেকে জনপ্রিয় শপিং মল এটা। এক ছাদের নিচে পেয়ে যাবেন মোবাইল, কম্পিউটার, পোশাক, খাবার সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছু এছাড়াও আছে শ্যামলী সিনেমা হল। পার্কিং ব্যবস্থা আছে। সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার। সব কিছু পেয়ে যাবেন বাজেট এর ভিতরে।

  • Farhad Chow

শ্যামলি স্কায়ার এর এই প্লেটারটা জোস। কাপল প্লেটার। প্রাইজ- ২৯৯৳ টেস্ট - ওভারঅল ৭/১০ (ফ্রাইড চিকেনটা ভালোলাগেনাই। বাট বাকীগুলা ভালোছিলো।) প্লেস -Maxican Chicken (শ্যামলি স্কয়ার) সাথে ড্রিংকস ও ছিলো। ড্রিংকস দেয়ার আগেই ছবি তুইলা ফেলছি।

  • Shafayat Kawsar

মলটা সুন্দর, কার পার্কিং আছে (৩০টাকা কার, ১৫ টাকা বাইক), তবে ভালো কোনো দোকান নেই। ফুড কোর্ট এ কম দামে খাবার পাবেন। কেউ যদি মোবাইলে স্টিকার করাতে চান তাহলে চলে যাবেন ৫ম তলায় ফারহাঞ্জ স্টিকারে, ঢাকার বেস্ট কোয়ালিটি মেশিন কাটিং স্টিকার পাবেন।

  • masum reaz

মার্কেট সেন্ট্রাল এয়ার কন্ডিশন। ভাল একটা প্লেসে মার্কেট টা। নিচে সিনেমাল হল আছে। উপরে লেভেল ৬ ফুড কোর্ট আছে ( যদিও করোনা কালিন পরে আর চলে না ফুড কোর্ট টা তেমন অনেক দোকানি বন্ধ) লেভেল ৪ জুতার অনেক সুন্দর দোকান আছে। এর উপরে মোবাইল মার্কেট।

  • Pharma Feroz

শ্যামলী স্কয়ার শপিং মল পূর্বে এই স্থানে সিনেমা হল ছিল যা শ্যামলী সিনেম হল নামে পরিচিত ছিল। মিরপুর রোডের পাশেই অবস্থিত। এই শপিং মলে পোশাক থেকে শুরু করে স্পোর্টস আইটেম, মোবাইল, জুয়েলারি সব-ই আছে। আর সাথে আছে সিনেমা এবং ফুড কোর্ট...

  • Redwanul Islam

শ্যামলী এবং এর কাছাকাছি মানুষের জন্য এই শপিং মলটি খুবই জনপ্রিয়। এখানে শ্যামলী সিনেপ্লেক্স, ফুড কোর্ট, মোবাইল মার্কেট, টেইলার্স, এ্যাপেক্সের শো-রুম, বিউটি পার্লার, পোষাকের সমাহার আছে। এছাড়াও বাংলালিংকের কেয়ার আছে এই মার্কেটে। ট

  • Nzm Sakib

খুব একটা ভালো জমজমাট শপিং মল না এটা কিন্তু মোটামুটি জিনিসপত্র পাওয়া যায় কাপড়ের items ইলেকট্রনিক্স জিনিসপত্র যেমন মোবাইল মোবাইল এসোসরিজ ইত্যাদি পাওয়া যায়। মূলত এখানে সাধারণত অধিকাংশ মানুষ film দেখার জন্য আসে।

  • M.N Shopping Zone

পোশাক কেনাকাটার জন্য একটা উপযুক্ত শপিংমল,level 3, ladies Western collection shop: No,333 (MN shopping zone) is best collection. টপস্,কুর্তি, গাউন ওয়ান পিসের সকল কিছু পাওয়া যায়। best quality product …

  • Fozle Rabby Rohan (AndroidXpie)

এই শপিং মলটা বেশ ভালোভাবেই সাজানো হয়েছে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় প্রায় সকল ধরনের জিনিস পাবেন। দেশী-বিদেশী বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এখানকার দাম বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী রাখা হয়।

  • Mir Azizur Rahman_ (Shojib)

শ্যামলী স্কয়ার শপিংমল, শ্যামলীর মধ্যে সব থেকে বড় শপিংমল। এর পুরো শপিংমল জুড়ে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা, আছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। উন্নত মানের সকল প্রকার ড্রেস টু অল আইটেম এখানে আছে।

  • Md. Mizanur Rahman

এখন রাত নয়টা বাজে। রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন আছে। লকডাউন তুলে নেয়ার পরে এখানে স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছে। ফুটপাতের দোকানগুলো বসছে নিয়মিত। শপিং সেন্টার গুলিও সময় মত খুলছে।

  • Md Rabby (Ra Bbi)

Aita old shopping center holeo temn vir dekha jayna, kintu Shyamoli square er foodcort onk name kora. Tara shobcheye solpo mulle khabar serve kore onno sob shopping mall theke.

  • Taher Mahmud

শ্যামলী স্কয়ার শপিং কমপ্লেক্স। পূর্বে এই জায়গাটিতে রাজধানী ঢাকার বিখ্যাত সিনেমা হল শ্যামলী অবস্থিত ছিল।। যার কারণে এই মার্কেট অনেকের কাছে শ্যামলী হল মার্কেট নামে পরিচিত।

  • Shibli shadik

শ্যামলী স্কয়ার শপিং মল ঢাকার একটি বহুতল শপিং মল। এটি ঢাকার শ্যামলীতে অবস্থিত। এই শপিং মলটিতে বিভিন্ন ধরনের স্থানীয় দোকান, ফুড কোর্ট ও সিনেমা হল রয়েছে। … আরও

  • Zak Sherman

বেশ বড় একটা মার্কেট।এখানে সকল প্রকার এর প্রয়োজনীয় জিনিস পত্র পাবেন।যেমন: পোষাক,মোবাইল, জুয়েলারি, কসমেটিকস। এছাড়া ও চাইলেই মাল্টিকম্পেলেস্ক এ ছবি ও দেখতে পারবেন

  • Masum

শপিং এর জন্য মোটামুটি ভালে স্থান।তবে শপিংমলটি শ্যামলী সিনেমা হলের জন্য পরিচিত বেশি।ভবনটিতে সাধারন দোকান ছাড়াও AB ব্যাংক এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

  • Syed Nahin

I love this place....কারণ ক্লাস করতে যাওয়ার আগে ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে আর এসির বাতাস খাই.... ফ্রেন্ড আসলে আমরা ২ জন শপিং মলে ঘুরে হিসু করে আসি …

  • Rabiul 2023

গিয়েছিল আদাবর বাস থেকে নেমে দেখি শ্যামলী সিনেমা হল অনেক লোকের সমাহার সুন্দর পরিবেশ। সবকিছু মিলে ভালো লেগেছে। সিনেমা হলের বাহিরের পরিবেশ পরিস্কার। ভালো

  • Shakin Khan

শ্যামলি শপিংমল একটি শার্ট, প্যান্ট, টি শার্ট,জুতা সেন্ডেল এর অনেক ভালো কালেকশন রয়েছে এখেনে গুনে মানে ভালো যাচাই করে নিবেন আমার দেখা ভালো একটি শপিংমল

  • Mr. Bashar

এক সম‌য়ের শ‌্যামলী সি‌নেমা হল , বর্তমা‌নের শ‌্যামলী স্কোয়ার শ‌পিং মল। শ‌পিং মল‌টি দেখ‌তে খুব সুন্দর কিন্তু ক্রেতা কম।দামটা ম‌নে হয় একটু বেশী।

  • Tuhin Reza

শ্যামলি এলাকার একমাত্র শপিং মল এটি। সাবেক শ্যামলী হল ভেঙ্গে এ অত্যাধুনিক এই শপিং মলটি তৈরী করা হয়। এটিতে ফুডকোর্ট বিদ্যমান যা খুবই জনপ্রিয়।

  • Raihan Rios

নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পোশাক পাওয়া যায়, দাম একটু বেশি চায়, তবে কিছু কিছু দোকানের জিন্স এবং মেয়েদের থ্রি পিস এর মান অনেক ভালো দেখে নিবেন

  • Tarikul islam

একটা সময় শ্যামলী পরিচিত ছিল সিনেমা হলের নামে, সিনেমা হল ভেঙ্গে আজ নাম হয়েছে শ্যামলী স্কয়ার, বেহাল অবস্থা শ্যামলী স্কয়ার এর …

  • barakat sharif

ঢাকা শহরের মধ্যে অন্যতম একটি মার্কেট। এখানে সব ধরনের পন্য সামগ্রিই পাওয়াযায়। বিশেষ করে মোবাইলের বেশ কয়েকটি প্রশিদ্ধ দোকান রয়েছে।

  • Shohel Shareeful lslam

সাবেক শ্যামলী সিনেমা হল, বর্তমানে শপিং সেন্টার। ঢাকা শহরের মধ্যে রুচি সম্মত পোশাক কেনাকাটা করার জন্য একটি অন্যতম শপিং সেন্টার।

  • MD ELEYAS

শ্যামলী মার্কেটে আমি একবার গিয়েছি মার্কেট করতে, ভালই লাগলো সেখানকার পরিবেশ, একটা পাঞ্জাবি কিনলাম যা ভালই মানের পেয়েছি

  • Muhammad Alam

এই শপিং কমপ্লেক্স এ সকল ধরনের পণ্যা বিক্রি করা হয়, মোবাইল ফোন শোরুম, জামা কাপড়, কসমেটিকস সহ সকল ধরনের আইটেম পাওয়া যায়।

  • Shuvo shekh

তেমন উল্লেখযোগ্য কিছু নাই এই মার্কেটে। দাম তুলনামূলক বেশি। মার্কেটের লিফট, চলন্ত সিঁড়ি, এ.সি বেশিরভাগ সময়ই নষ্ট থাকে।

  • Md Junaeid Hossen

শ্যামলী স্কয়ার মার্কেট দেশের অন্যতম, বৃহত্তম শপিংমল। আধুনিক স্থাপনা ও বিনোদনের সবরকমের উন্নত ব্যবস্থা রয়েছে এর মধ্যে।

  • ভবঘূরে যাযাবর

এটি একটি ঐতিহাসিক সিনেমা হল। বতর্মানে মার্কেট ও বটে। ঢাকা শহরের যে কোন প্রান্তের সঙ্গেই এখান থেকে বাস সার্ভিস আছে

  • Ariful Islam.

কাপড়, জুতা, কসমেটিকস এবং মোবাইল শপ আছে। ব্রান্ডের আউটলেট নাই। উপরে ফুড কোর্ট আছে। সাথে শ্যামলী সিনেমা হল।

  • Md Jahid Hasan Hridoy (Jahid)

Duniyar na ontotto only Dhakar onno tomo khatap jaiga aita. So at fast careful and the market is good.

  • Shafiq Haider

এদের মোটামুটি সব কিছুই পাওয়া যায়। কিন্তু ফুডকোর্টে অসম্ভব দাম নিম্নমানের খাবার। পরিমাণে খুব কম দেয়।

  • Syed R Mansur

মাঝারি মানের শপিং সেন্টার। খারাপ বলার মতো তেমন কিছু নেই আবার ভালো বলার মত ও তেমন কিছু নেই, এভারেজ।

  • Md Elias Ali Jewel

ঢাকা কল্যাণপুর থেকে একটু সামনে অবস্থিত, আধুনিক একটি শপিং মল। এবং শ্যামলী শপিংমলে সিনেমা হল রয়েছে।

  • ek nayen

shoping mall kmn jani na...tobe cinema hall er quality onk valo.... ticket price tulonamulok kom

  • Emran Asrafi

Amader Kache Apnara Paschen Mobile Repair and Mobile Accessories Charger Earphones Cable Other.

  • Ahsan Sakil

এই তো কিছুদিন আগেও এটা ছিল একটা সিনেমা হল। আজ সেখানে শপিংমল! এই শপিংমলটি যথেষ্ট সাজানো গোছানো।

  • Rifat Ara

গেছিলাম,,চলন্ত সিড়িডা নষ্ট ছিলো,, উইস্টা খাইয়া পরনের অবস্থা,,এর জন্য রেটিং দিলাম দুজ্ঞা …

  • Mohammad Nadim Ahamed (Ronny)

প্রয়োজনীয় সব কিছু ই পাওয়া যায় এই শপিং কমপ্লেক্স এ। অতো পপুলার না হলেও চাহিদা আছে জনগণের

  • mdnurullah hossain

শালাইপুর বাজার ,,, পাঁচবিবি উপজেলার একটি সফল বাজার ,,, জয়পুরহাট জেলা ,,, আমার বাংলাদেশ

  • Hasan Shahriar Shawon

শ্যামলির মধ্যে একমাত্র বড় শপিং মল, এখানে কেনাকাটা সহ মুভি দেখার জন্য সিনেমা হল ও আছে।

  • Golam rasul mehedi

Khailam pet voira geche ekhon bashay jaitechi..naga onk jhal chilo bhai goggle map

  • MD: Ahsanul kabir

যে কোন ধরনের জুতা বা সু এখানে পাওয়া যায়,এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন এর

  • Bithi Jaglul

এই শপিং মলের সবচেয়ে বেশী যে জিনিসটা ভালো লেগেছে তা হলো এর পরিচ্ছন্নতা।

  • sterling de mamun

এটা ঢাকার মাঝে মোটামুটি মানের শপিং মল। কফি শপ বা ফুড কোড গুলা দারুণ।

  • RUBEL MIA

Market ti amar kasa tamon valo laga nai, tamon valo kisu paya jai na

  • Krishibid Mostafa Patwary

কেনাকাটা করার সুন্দর পরিবেশ। সাশ্রয়ী দামে সবকিছু পাবেন ইনশাআল্লাহ।

  • md ibrahim

শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্বর্ণগুলো পায়রা ব্রীজ পাশে আমাদের বাড়ি

  • md junyid Hosen

এটি একটি শপিং মল।যেখানে নিত্য প্রয়োজনীয় অনেক পন্য পাওয়া যায়।

  • Rup Mondal

অনেক বড় শপিং কমপ্লেক্স, সব ধরনের পণ্য ও সেবা পাওয়া যায়

  • Md Faisal Ahmed

ভালো লাগে সবই,শুধু বাইরে কিছু আজে বাজে মেয়ে হইতে সাবধান।

  • Shahidullah Shahid

ঢাকার সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ জায়গা শ্যামলী

  • Maksodul Alam Khan

Nice shopping mall at Shyamoli Bus Stand Dhaka.

  • Ami Kuber Majhi

পার্কিং এর টোকেন টা ভালো লাগছে। রাইস বল টা ভালো

  • Tahrim Sayeed

৬ তলার ফুডকোর্টে অনেক বাজে দুর্গন্ধ আসে

  • md kamal ataher Hossain

সম্ভবত আ‌মি এর সাম‌নে দি‌য়ে হে‌টে গে‌ছি

  • Abdul Hoque

শ্যামলী সহ আশেপাশে পরিবেশ খুব সুন্দর।

  • Arunesh Sarkar

আমার দেখা ঢাকার বৃহৎ শপিং কমপ্লেক্স

  • MAHEDI HASAN

Biggest shopping mall at shyamoli

  • Juglul Hassan

Shyamoli Square Shopping Mall

  • Automatic Rolling shutter in bd

অটোমেটিক রোলিং শাটার ইন বিডি

  • Mahmudur Rahman Sajeeb

শহরের মধ্যে সবুজের ছোঁয়া।

  • Tanvir Ahmmed

শ্যামলী রিং রোড সকালের ভিউ

  • Shariar Chayon

জিনিস এর দাম অনেক বেশি।

  • Jibon max

Shyamoli square market

  • rohin anam

motamoti chilo arki

  • Abdul Walkar

ভালো লাগে

  • jubair ahmad

অনেক ভাল

  • Bappy Rahaman

  • Md Rubel wahid

Similar places

Bashundhara City Shopping Complex

96992 reviews

3 No Tejturi Bazar West, Panthapath, Dhaka 1215, Bangladesh

যমুনা ফিউচার পার্ক

74326 reviews

KA-244, Kuril, Progoti Shoroni, ঢাকা, বাংলাদেশ

Shimanto Square

21966 reviews

2 Road No. 2, Dhaka 1205, Bangladesh

Motalib Plaza Shoping Complex

16690 reviews

Poribagh Rd Number 2, Dhaka 1205, Bangladesh

Mascot Plaza, Uttara, Dhaka

14797 reviews

6th Floor, 107/A Sonargaon Janapath, Dhaka 1230, Bangladesh

Eastern Plaza Shopping Complex

14626 reviews

Dhaka 1205, Bangladesh

Police Plaza Concord Shopping Mall ~ Hatirjheel, Gulshan-1

11708 reviews

Dhaka 1212, Bangladesh

Express Fashion, Aziz Super Market, Dhaka

10962 reviews

Aziz Super Market, Shop-66, (G.F, Dhaka 1000, Bangladesh

Metro Shopping Mall

10117 reviews

Mirpur Rd, Dhaka 1209, Bangladesh

SHAH ALI PLAZA

9953 reviews

Dhaka 1216, Bangladesh